বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
Google search engine
Homeজাতীয়মব সৃষ্টিকারীদের সতর্ক করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

মব সৃষ্টিকারীদের সতর্ক করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সম্প্রতি ‘মব তৈরি’ করে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে মারধরের ঘটনায় জড়িত ১২ জনকে আটক করেছে পুলিশ। এমন তথ্য উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবাইকে সতর্ক করে জানিয়েছে, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। মবের প্রতিটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে সরকার বদ্ধপরিকর।

মঙ্গলবার (৪ মার্চ) এ তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান।

চট্টগ্রামের প্রসঙ্গ উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনার দিন (২৮ ফেব্রুয়ারি) মব সৃষ্টিকারী তাৎক্ষণিক দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এর আগে খবর পেয়ে সৈকত এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশপাশের লোকজন এসে উপ-পরিদর্শক ইউসুফ আলীকে উদ্ধার করেন। গত শনিবার (১ মার্চ) রাতভর অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত আরও ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। সবমিলিয়ে এ ঘটনায় জড়িত ১২ জনকে (সবাইকে) গ্রেফতার করা হলো।

ফয়সল হাসান জানান, পুলিশকে হেনস্থার ঘটনায় পতেঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা পতেঙ্গা সি-বিচে ত্রাস সৃষ্টি করে এসআই ইউসুফ আলীকে হেনস্তাসহ মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত। এছাড়াও তারা মাদক সেবন ও ছিনতাইয়ে জড়িত।

 

কপিঃ বাংলা ট্রিবিউন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments