বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
Google search engine
Homeসারাদেশবগুড়ায় ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

বগুড়ায় ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

বগুড়ায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ খোকন পার্কের সামনে উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।

টিসিবি বগুড়া আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পৌর প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, টিসিবি’র বগুড়া জেলা সমিতির সাধারণ সম্পাদক ও মেসার্স রহমান ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী আব্দুর রহমান, মেসার্স গিভ এন্ড টেক এর স্বত্ত্বাধিকারী আবু জাফর প্রমুখ।

টিসিবি বগুড়া আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান সাদ্দাম হোসেন জানান, বুধবার বগুড়া পৌরসভা এলাকার ৫টি স্থানে এসব পণ্য ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রয় করা হচ্ছে। প্রতিটি ট্রাকে ৪ শতাধিক উপকারভোগীরা ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন। শহরের ২৫টি স্থানে এই কার্যক্রম ৫ মার্চ থেকে শুরু করে ২৮ মার্চ পর্যন্ত চলবে। প্রতিটি উপকারভোগীদের মাঝে বাজারে চেয়ে অর্ধেক মূল্যে ২ লিটার সয়াবিন তেল, মসুরী ডাল ২ কেজি, ছোলা বুট ১ কেজি ও চিনি ১ কেজি বিক্রয় করা হচ্ছে। যার প্যাকেজ মূল্য ৪৫০টাকা।

বুধবার শহরের শহীদ খোকন পার্ক, ঠনঠনিয়া তাজমা সিরামিকের সামনে, মাটিডালি উপজেলা চত্বরের সামনে, বউ বাজার শারমিন ক্লিনিকের সামনে ও গোদারপাড়া বাজারে সামনে দিনব্যাপি ভ্রাম্যমান ট্রাকে টিসিবি’র বিক্রয় করা হয়।

 

কপিঃ পুন্ড্রকথা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments