বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
Google search engine
Homeশিক্ষা১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে : সদ্যোবিদায়ি শিক্ষা উপদেষ্টা

১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে : সদ্যোবিদায়ি শিক্ষা উপদেষ্টা

আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে যাবে বলে জানিয়েছেন সদ্যোবিদায়ি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (৫ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান।
 

সদ্যোবিদায়ি শিক্ষা উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির মধ্যে নতুন বই পৌঁছানোর কথা থাকলেও এখনো অনেক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো যায়নি। তবে আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে।

ছাপাতে দেরির পাশাপাশি ডিস্ট্রিবিউশনের সমস্যার কারণেই এখনো নতুন বই পৌঁছাতে দেরি হচ্ছে।

তিনি বলেন, প্রতিবছর শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপার ক্ষেত্রে প্রকৃত চাহিদার চেয়েও অনেক বাড়তি দেখানো হয়। বাড়তি চাহিদা অনুযায়ী বই ছাপাতে সব লেনদেন দেখানো হয়।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিভিন্ন দাবিতে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেই অস্থিরতা ছিল।

পুরোপুরি স্বাভাবিক হয়েছে, সেটি বলা যাবে না। তবে কিছুটা অবস্থানে এসেছে।

কপিঃ কালের কন্ঠ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments