বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
Google search engine
Homeআন্তর্জাতিকমার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী

মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন তিনি। স্থানীয় সময় রবিবার (৯ মার্চ) প্রধামন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

রবিবার সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। এতে ৫৯ বছর বয়সী মার্ক কার্নি ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন ১১ হাজার ১৩৪ ভোট।

টানা ৯ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। এরপর তাঁর উত্তরাধিকার বাছাইয়ের জন্য ৯ মার্চ দিন ধার্য করা হয়।

মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন।

কার্নি এমন এক সময়ে কানাডার দায়িত্ব নিতে যাচ্ছেন, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে দেশটির দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যে রয়েছে।

তাই কানাডায় শীঘ্রই একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হবেন, দেশটির প্রধানমন্ত্রীও হন তিনি। এ হিসেবে মার্ক কার্নি নির্বাচনের আগপর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

জয়ের পর ট্রাম্পকে ইঙ্গিত করে কার্নি বলেন, কেউ আমাদের অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করছে। কানাডার শ্রমিক, পরিবার এবং ব্যবসার ওপর আক্রমণ চালাচ্ছেন তিনি। আমরা তাকে সফল হতে দিতে পারি না।

 

@

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments